স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার পেচাকোণা সীমান্ত থেকে ভারতীয় গরুর একটি চালান আটক করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি বিকেলে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের এই গরুর চালান আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিজিবির টহল দলের তৎপরতা জানতে পেরে চোরাচালানী চক্র পালিয়ে যায়। এছাড়াও বিজিবির বিভিন্ন টহল দল সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ভারতীয় চিনি, গুড়ো দুধ, নাসির উদ্দিন বিড়ি, ভারতীয় মদ, বিয়ার, ভারতীয় কয়লাসহ অবৈধ পথে নিয়ে আসা বিভিন্ন পন্য আটক করা হয়। আটককৃত পণ্যের মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. ক. মো: মাহবুবুর রহমান জানান, সুনামগঞ্জ সদর উপজেলার আশাউড়া বিওপির টহল দল ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের পেচাকোনা নামক স্থান হতে ৫টি ভারতীয় গরু আটক করে। মধ্যনগর উপজেলার বাংগালভিটা বিওপির টহল দল মাঝেরছড়া নামক স্থান থেকে ১২ কেজি ভারতীয় চিনি এবং ০৭ কৌটা গুড়া দুধ আটক করে। দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা বিওপির টহল দল আরমানছড়া নামক স্থান থেকে ১২,০০০ পিস ভারতীয় বিড়ি আটক করে।
বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপির টহল দল শিলডোয়ার নামক স্থান থেকে ২২ বোতল ভারতীয় মদ এবং ১২ বোতল বিয়ার আটক করে। তাহিরপুর উপজেলার বালিয়াঘাটা বিওপির টহল দল পূর্ব লাকমা নামক স্থান থেকে ১,৫০০ কেজি ভারতীয় কয়লা এবং ১ টি ঠেলাগাড়ী আটক করে। বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপির টহল দল ১৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে গামারীতলা নামক স্থান থেকে ১৯৮ কেজি ভারতীয় চিনি আটক করে। এভাবে সীমান্তে অবৈধ পথে নিয়ে আসা পণ্য আটক করে বিজিবি।
আটককৃত ভারতীয় মদ ও বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা, চিনি, বিড়ি, গুড়া দুধ, গরু ও ঠেলাগাড়ী শুল্ক কার্যালয়ে জমাদানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।