হাওর ডেস্ক::
সুনামগঞ্জ শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা করেছে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দৈনিক সুনামকণ্ঠের কনফারেন্স হলে ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সহায়তায় এই কর্মাশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ খেলাঘর আসরের সভাপতি বিজন সেনরায়।
অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামস শামীম।
সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণি পড়ুয়া ১০ জনের অংশগ্রহণে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ সম্পাদক সৈয়দা মৌ জান্নাত।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের অনেক সমস্যা বড়দের নজরে আসে না। বড়রা এসব নিয়ে ভাবেও না, এড়িয়ে যান। এতে শিশুদের মনোজগতে প্রভাব পড়ে।
তবে শিশুরা যদি তাদের সমস্যা, সম্ভাবনা, চিন্তা-ভাবনার কথা হ্যালো ডট বিডিতে তুলে ধরতে পারে তাহলে বড়রা সচেতন হবেন। তারা এসব দিকে নজর দিবেন।
বক্তারা শিশুদেরকে তাদের চারপাশের ঘটনাগুলো, যেগুলোর সংবাদমূল্য আছে তা নিজেদের ভাষায় তুলে ধরার জন্য আহ্বান জানান। এভাবে লিখতে লিখতে একদিন এই ছোটরাই বড় লেখক হয়ে উঠতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
প্রশিক্ষণ শেষে মাঠ পর্যায়ে প্রতিবেদন তৈরির জন্য ক্ষুদে সাংবাদিকদের শহরের বিভিন্ন স্থানে নিয়ে যান কর্মশালা পরিচালক।