স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জের উপ্তিরপাড়ে একই গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এরমধ্যে গুলিবিদ্ধ হয়েছে কয়েকজন। সংঘর্ষের ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপ্তিরপাড় গ্রামের আলী আহমদ ও সাইফুল ইসলামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন কয়েক বছর ধরে বিরোধ চলছে। এর জের বৃহস্পতিবার সকালে দুইপক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় আলী পাশা, নুর আলম সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। এছাড়াও অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী বলেছেন, সংগর্ষের ঘটনায় উপ্তিরপাড়ে বিপূলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ গুলিবিদ্ধ হয়েছে বলে জানেন না। তবে আহত কয়েকজনকে সুনামগঞ্জ ও সিলেটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানেন তিনি।