স্টাফ রিপোর্টার::
জনপ্রিয় অনলাইন পত্রিকা বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট আজিজুল হককে মারধর ও নির্যাতনকারি বিজিবি’র সিও লে.কর্ণেল আরিফকে প্রত্যাহরের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে ইয়াং জার্নালিস্ট এসোসিয়েশন।
বুধবার (৯ আগস্ট) দুপুর ১টা শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলা নিউজের ডিস্টিক্ট করেসপন্ডেন্ট মো.আশিকুর রহমান পীরের সভাপতিত্বে ও ইয়াং জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুজেল আহমদের পরিচালনায় বক্তব্য মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, এস এ টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, দৈনিক মানব কণ্ঠের জেলা প্রতিনিধি শাহজান চৌধুরী, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি একে এম মহিম, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র, দৈনিক জালালাবাদের জেলা জসিম আহমদ, চ্যানেল এস বিডি’র জেলা
প্রতিনিধি ফুয়াদ মনি, ইয়াং জার্নালিস্ট এসোসিয়েশন সহ- সভাপতি শহীদুল ইসলাম, ইয়াং জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান আলীম, সুনামগঞ্জ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ও ইয়াং জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য দিলাল আহমদ, ইয়াং জার্নালিস্ট এসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক তরিকুল ইসলাম, ব্যবসায়ী গোলাম সারওয়ার প্রমুখ। এ সময় বক্তরা বলেন, সরকারি কর্মকর্তা হয়ে বিজিরি’র সিও যে অন্যায় করেছেন তার আইন অনুযায়ী বিচার করতে হবে। কারণ আইনের উর্দ্ধে কেউ নয়। এ ভাবে সাংবাদিক নির্যাতন হলে দেশে যে আরও কত সাংবাদিককে নির্যাতনের শিকার হতে হবে তার কোন ঠিক নেই। সংবাদ প্রকাশ করা যদি সাংবাদিকের অপরাধ হয় তাহলে আমরা কি করব। বিজিবি’র সিও কি দেশের আইন না মেনে তার নিজস্ব আইনে চলবে। তাহলে আমরা সরকারকে একটি কথা বলতে চাই যদি বিজিবি’র এই কর্মকর্তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আরো কঠোর কর্ম সূচী দিতে বাধ্য হবে সাংবাদিকরা।