স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে উৎসে কর কর্তনের বিধি বিধান বিষয়ে ওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ উপকর কমিশনারের কার্যালয় আয়োজিত সেমিনারে উৎসে কর কর্তনের আইন কানুন নিয়ে কথা বলেন, কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন, যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীণ সুস্মিতা, সুনামগঞ্জ সার্কেল কর্মকর্তা দীপঙ্কর চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি বেসরকারি উৎসে কর প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা অংশ নেন।