বিশেষ প্রতিনিধি:
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের অঞ্চলে চৈত্রমাসে দ্রব্যমূল্যের দাম কিছুটা বাড়ে। তবে আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে। বাজার নিয়ন্ত্রণে আমাদের তদারকি অব্যাহত আছে। সরবরাহ বাড়লে দাম কমবে। যত মাল আসবে তত দাম কমবে। নিত্যপণ্যের দাম কিছু কমেছে, আগামীতে আরও কমবে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলার জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় মন্ত্রী আরো বলেন,দেশের কোন জমি পতিত রাখা যাবেনা। যেখানেই পারা যায় চাষ করতে হবে। এটা নিজের দেশ বুঝতে হবে, কাজ করতে হবে। তিনি বলেন, সরকার কৃষকদের সাথে আছে। এ দেশে সবাইকে মিলেমিশে থাকতে হবে। কাউকে আঘাত করে না। হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকতে হবে। সহযোগিতার মনোভাব নিয়ে চলতে হবে। দেশে এখন অনেক আয় উন্নতি হয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি ।
নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা নির্বাচন আসব, নির্বাচন করব। যারা নির্নানে আসতে চায় না এটা তাদের ব্যাপার। সুন্দর নির্বাচন হবে। ভোটে না গিয়ে দোষারোপ করে লাভ নাই। জনগণও ভোটের অপেক্ষায়। সুতরাং ভোটে না এসে অযথা সমালোচনা করে কোন কাজ হবে না।
হাওরের বাঁধ রক্ষায় সবাইকে প্রস্তুত থাকার আহবান জানিয়ে মন্ত্রী আরও বলেন, বাঁধ স্থায়ী সমাধান নয়। বাঁধ সিজনাল সমাধান। দীর্ঘস্থায়ী সমাধান নদী খনন, নদী খননের মহাপরিকল্পনা আছে। ধাপে ধাপে সব নদী খনন করা হবে। এজন্য সময়ের প্রয়োজন। ফসলের সুরক্ষায় সবাইকে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ পৌর সভার মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডা. আহমেদ হোসেন, কৃষি সম্প্রসারণে অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, ডিডি এলজি জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মহি উদ্দিন. অ্যাডভোকেট আলী আমজাদ প্রমুখ।