শাল্লা প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লায় ২৬শে মার্চ ২০২৩ইং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
রবিবার সকাল ০৭ ঘটিকার সময় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে অর্পণের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
এতে প্রসাশনের সাথে, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের ব্যানারে উপজেলা স্মৃতিসৌদে মহান স্বাধীনতা যুদ্ধে মৃত্যু বরন কারী শহীদের আত্মার মাগফিরাত কামনায় ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে মহান স্বাধীনতা দিবসে জাতীয় সংগীত পরিবেশন মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন মধ্যে দিয়ে
উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী), শাল্লা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব ও শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ পরিদর্শন করেন।
কুচকাওয়াজে শাল্লা থানার পুলিশ সদস্য, আনসার বাহিনীর সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী ও স্কাউট সদস্য গণ অংশগ্রহণ করেন।
মুক্তিযুদ্ধাদের সম্মানে উপজেলা পরিষদ গণ মিলনায়তনে তাদেরকে সম্মাননা প্রধান করা হয়।
শাল্লা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধাবৃন্দ, সুধীজন ও সাংবাদিক বৃন্ধ সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।