সিলেট প্রতিনিধি::
কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোয় সিলেট জেলা ছাত্রলীগের ৮ নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার সিলেটে কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনায় এই ৮ নেতাকে বহিস্কার করা হয়েছে বলে জানা গেছে।
বহিস্কৃতরা নেতারা হলেন- সিলেট জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ সভাপতি হোসাইন আহমদ চৌধুরী, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মওদুদ আহমদ আকাশ, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফাইয়াজ আহমদ জামিল, সহ সম্পাদক মাসুম আহমদ মাহি, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রুহেল আহমদ, এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলওয়ার হোসেন, ছাত্রলীগ নেতা ছয়েফ আহমদ ও এমসি কলেজ ছাত্রলীগ নেতা সৌরভ দাস।
উল্লেখ্য বৃহস্পতিবার হিরণ মাহমুদ নিপুর কারামুক্তিতে বিলম্ব হওয়া নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা কারারক্ষীদের সাথে সংঘর্ষে জড়ান। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ বাদি হয়ে অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
এই ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ ভাবমূর্তি উদ্ধার করতে তাদের বহিষ্কার করে বলে জানা গেছে।