হাওর ডেস্ক::
সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আ ত ম সালেহ’র সম্মানে একটি সড়কের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে শহরের ময়নার পয়েন্ট এলাকার একটি সড়ক বীর মুক্তিযোদ্ধা আ ত ম সালেহ’র নামে উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট কলামিস্ট হোসেন তওফীক চৌধুরী, সিনিয়র আইনজীবী হুমায়ুন মঞ্জুর চৌধুরী, রইছ উদ্দিন আহমদ, ফারুক আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ আ ত ম মিসবাহ, পারভেজ আহমেদ চৌধুরী, রেজাউল হক, সেলিম উদ্দিন আহমেদ, আব্দুল কাইয়ুম মকসুদ, রাশীদ আলী, জুনেদ আহমেদ, আব্দুল্লাহ আল নোমান, জি এম তাজহীদ, হুমায়ুন মিয়া, নজরুল ইসলাম, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, সামিনা চৌধুরী, সাংবাদিক এমরানুল হক চৌধুরী, তুহিন চৌধুরী, আ ত ম তিমু, রফিকুল ইসলাম ও মঈন উদ্দিন আহমেদ।
এসময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা আ ত ম সালেহ ছিলেন শিল্প, সংস্কৃতির পৃষ্ঠপোষক ও ত্যাগী রাজনীতিবিদ। মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা বাস্তবায়নে আজীবন কাজ করে গেছেন। তিনি ছিলেন স্পষ্টভাষী ও সুবক্তা। সারাজীবন কাজ করে গেছেন গণমানুষের পক্ষে। আমরা আজ তাঁকে সম্মান জানিয়ে এই সড়কের নামকরণ করলাম, যাতে এই ছোট্ট প্রচেষ্টার মধ্য দিয়ে হলেও পরবর্তী প্রজন্মের কাছে বীর মুক্তিযোদ্ধা আ ত ম সালেহ সারাজীবন বেঁচে থাকেন।