স্টাফ রিপোর্টার::
পরিকল্পনামন্ত্রী এম.এ.মান্নান এমপি বলেছেন, হঠাৎ গরম বেশি পড়ায়, এসি, ফ্রিজ ও ফ্যান দিনরাত চালানো হচ্ছে। এজন্য
বিদ্যুতে চাপ পড়েছে। একটু সময় লাগবে, মে মাসের দিকে লোডশেডিং কমে আসবে। রবিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গভীর নলকূপ ও টুইন পিট ল্যাট্রিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, ভারত থেকে ইম্পোটে করে লাইনে বিদ্যুৎ এসে গেছে। েরামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে লাইনে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। হঠাৎ করে ডিমান্ড তিন গুন বেড়ে গেছে। কিছুদিন পরে ঠিক হয়ে আসবে।
এসময় তিনি আরো বলেন, বঙ্গবাজারে আগুনের পর নিউ মার্কেটে আগুন দেশে শান্তি
নষ্ট করার কোন চেষ্টা কিনা খতিয়ে দেখা উচিত।