স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আহমদপুরের পশ্চিমের বন্দ হাওরে হিট¯্রােকে রোকন মিয়া (৪৫) নামের এক কৃষক মারা গেছেন। বুধবার দুপরে তিনি মারা যান। তিনি দেড়টার দিকে হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। ঘন্টা খানেক ঘাস কাটার পর তীব্র গরমে অচেতন হয়ে পড়েছিলেন।
নিহতের স্বজন ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টায় আমাদের আহমদপুর হাওরের পশ্চিমের বন্দে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন কৃষক রোকন মিয়া। কিছুক্ষণ ঘাস কাটার পর তীব্র গরমে তিনি অসুস্থ হয়ে ক্ষেতেই অচেতন হয়ে যান। অনেক্ষন সেখানে পড়েছিলেন। এসময় হাওরে ধান কাটতে আসা কৃষখরা তাকে অচেতন হয়ে থাকতে দেভে খবর দিলে সেখান থেকে স্বজনরা বেলা ৩টায় তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অসেন। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেলবরষ ইউপির ৯নং ওয়ার্ড সদস্য শাহীনুর মিয়া জানান, হিট¯্রােকেই কৃষক মারা গেছেন।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার রঞ্জন কৃষ্ণ চাকলাদার বলেন, হাসপাতালে আসার আগেই রোকন মিয়া হিটসট্রোকে মারা গেছেন। তার মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।