স্টাফ রিপোর্টার ::
ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ২০ এপ্রিল, ২৮ রমজান শহরের লতিফা কমিউনিটি সেন্টার থেকে সাস্টিয়ান সুনামগঞ্জ ৩০ টি অসহায় পরিবারের মধ্যে তেল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দেয়। এটি ছিল চলতি রমজান মাসে সাস্টিয়ান সুনামগঞ্জের দ্বিতীয় মানবিক কার্যক্রম। সুনামগঞ্জের বাসিন্দা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান সুনামগঞ্জ এর পূর্বে ১৫ এপ্রিল, ২৩ রমজান এতিমদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করে। সংগঠনটি ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে সদস্যদের নিজেদের বিলাসবহুল অনুষ্ঠান থেকে বিরত রেখে নিজের এলাকার অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধের অংশ হিসেবে কিছু করার মানসিকতায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে সদস্যরা আশা ব্যাক্ত করেন। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাস্টিয়ান সুনামগঞ্জ- এর সভাপতি সাহেরীন আহমদ চৌধুরী মিশুক, সহসভাপতি দিলোয়ার হোসেন সুমন, সাধারণ সম্পাদক তারেফ রহমান জেম, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সরকার, সাংগঠনিক সম্পাদক শরিফ আহমদ, কার্যকরী সদস্য হাসান মোর্শেদ চৌধুরী অমিত, সাস্টিয়ান ৫ম ব্যাচের গোলাম আজাদ, ৯ম ব্যাচের মারুফ আহমদ মান্না ও ৩০তম ব্যাচের মাহদি জামান মোমেন প্রমুখ।