স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে ২৩ হাজার ৬৭১জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে ১০ হাজার ৮০ জন ছেলে ও ১৩ হাজার ৫৯১ জন মেয়ে। তবে পরীক্ষার্থীদের মধ্যে ১৮ হাজার ৩৭৬জন অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে। জেলার ৩১টি শিক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থরা। রবিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী জেলা শহরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। পরীক্ষা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।