বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিন ৩২ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেয়নি ৩৪২ জন শিক্ষার্থী। নির্ধারিত বিষয়ে তাদের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। রবিবার এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সূত্রে জানা গেছে এবার এসএসসি পরীক্ষার্থী ২৩ হাজার ২১৮ জন। দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৫৮ জন। এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২৬ জন। এর মধ্যে ৩০ এপ্রিলের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১৯ হাজার ৯০২ জন। এর মধ্যে অংশ নিয়েছে
১৯ হাজার ৬৮৪ জন। উপস্থিত হয়নি ২১৮জন। দাখিল পরীক্ষায় প্রথম দিন ৩ হাজার ৭১০ জন উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত হয়েছে ৩ হাজার ৬০২ জন। উপস্থিত হয়নি ১০৮জন। ভোকেশনাল পরীক্ষায় ৯৭৫ জনের মধ্যে অংশ নিয়েছে ৯৫৯ জন। ১৬ জন অনুপস্থিত ছিল।
সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, জেলায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল ৩৪২জন প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয়নি। নির্ধারিত বিষয়ে তাদের পরীক্ষা দেবার কথা ছিল। পরীক্ষায় অংশ না নেওয়ায় তারা এসএসসি থেকে ঝরে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।