ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে সিতু দাস (২৫) নামের এক যুবকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের শরিষপুর গ্রামের হিরা লাল দাসের ছেলে। রবিবার সকালে গ্রামের নদীর পারের কাছে একটি গাছে সাথে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। ঘটনার সতত্যা নিশ্চিত করেন জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পলাশ চন্দ্র দাস। স্থানীয় সূত্রে জানা যায়, সিতু দাস শনিবার রাত বারোটার দিকে খাওয়া-দাওয়া শেষ করে নিজ কক্ষে ঘুমাতে যান। রবিবার গ্রামের নদীর পারের কাছে একটি গাছে সাথে ঝুলন্ত অবস্থায় দেখে এক পথচারী দেখতে পেলে গ্রামের লোকজনকে জড়ো করেন। পরে ইউনিয়ন পরিষদের সদস্য ও থানা পুলিশে খবর করা হয়।
সিতুর চাচা করুনা দাস জানান, ছেলেটা ভারসাম্যহীন ছিল। দুই দিন আগেও ডাক্তার দেখিয়েছে। তবে তাদের আর্থিক অবস্থা খুব খারাপ থাকায় ভালো ডাক্তার দেখাতে পারেনি। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আজাদ মিয়া জানান, পরিবারের লোকজনের কোন অভিযোগ নেই। ইউনিয়ন চেয়ারম্যান ও থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন।
ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, সিতু দাসের (২৫) লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সুনামগঞ্জে প্রেরণ করা হয়ছে।