1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

তালিকাভূক্তির জন্য সাংবাদিকদের স্নাতক যোগ্যতা লাগবে: সুনামগঞ্জে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ১০.২৮ এএম
  • ১০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, আমাদের তালিকাভূক্ত হতে হলে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান হতে হবে। তবে নিবন্ধনকৃত পত্রিকার সাংবাদিকতা পেশায় ৫ বছরের অভিজ্ঞতা থাকলে, শিক্ষাগত যোগ্যতা শিথিল হবে। সুনামগঞ্জের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ অবহিত করণ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে সোমবার বেলা ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত সুনামগঞ্জ সার্কিট হাউসে এই এই সেমিনার হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলকে আরও ক্ষমতা দেবার জন্য আইন সংশোধন, সাংবাদিকদের অভিযোগ নিষ্পত্তি বিষয়ে প্রেস কাউন্সিলের অগ্রাধিকার দেবার বিষয়ে প্রস্তাবনা সরকারের কাছে দেয়া হয়েছে। তিনি বলেন, সারাদেশের সকল সাংবাদিকদের প্রেস কাউন্সিলের নিবন্ধনভূক্ত করতে আবেদন চলমান রয়েছে। ইতিমধ্যে ১৯ টি জেলার সাংবাদিকদের তথ্য আমরা পেয়েছি।
এদিকে সুনামগঞ্জের সাংবাদিকরা উন্মুক্ত আলোচনায় গণমাধ্যমকর্মীদের জন্য সুরক্ষা আইন প্রণয়ন এবং ডিজিটাল নিরাপত্তার আইন বাতিলের দাবি জানান। একইসঙ্গে প্রেস কাউন্সিলে অভিযোগ জানানোর আগে অন্য কোথাও সংক্ষুব্ধ পক্ষ সাংবাদিকের বিরুদ্ধে যাতে মামলা করতে না পারে, সেই বিষয়ে কার্যকরী উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ্ বিন রশিদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. মাসুদ খাঁন, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. এহসান শাহ্, সুনামগঞ্জ তথ্য অফিসের উপ-পরিচালক মো. আব্দুছ ছাত্তার প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!