পংকজ কান্তি দাশ, শাল্লা:
সুনামগঞ্জের শাল্লায় শাল্লা উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কাগজের শাল্লা উপজেলা প্রতিনিধি জয়ন্ত সেন। ৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের শাল্লা সংবাদদাতা সন্দীপন তালুকদার সুজন। ২৪ মে বুধবার শাল্লা কলেজ রোডে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সম্মেলনের মাধ্যমে দুই বছর মেয়াদী এই কমিটি গঠিত হয়। এদিকে নবনির্বাচিত নেতৃবৃন্দসহ প্রেসক্লাবের সংশ্লিষ্টদের অভিন্দন জানিয়েছেন সুনামগঞ্জ-২ আসনের এমপি ড. জয়া সেনগুপ্তা এমপি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেটাস দিয়ে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে। দেশের পক্ষে ও সমাজের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ভোটের মাধ্যমে দৈনিক ইত্তেফাক পত্রিকার শাল্লা উপজেলা প্রতিনিধি সন্দীপন তালুকদার ৭টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি দিলোয়ার হোসেন পেয়েছেন ৪টি ভোট, দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি হাবিবুর রহমান পেয়েছেন ৩টি ভোট।
মোট ভোটের সংখ্যা ১৬টি। এরমধ্যে ভোট পড়েছে ১৪টি। শাল্লা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠনের ফলাফল ঘোষণা করেন শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক তরুণ কান্তি দাশ।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার প্রতিনিধি রথীন্দ্র চন্দ্র সরকার, যুগ্ম সম্পাদক দৈনিক জাগ্রত সিলেট পত্রিকার প্রতিনিধি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি কাজী বদরুজ্জামান, অর্থ সম্পাদক হাওর টুয়েন্টিফোর ডটকমের উপজেলা প্রতিনিধি পংকজ কান্তি দাশ, প্রচার সম্পাদক দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি প্রীতম দাশ, মহিলা বিষয়ক সম্পাদক মণিকা রাণী দাশ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক শাল্লার খবরের স্টাফ রিপোর্টার তৌফিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক ভাটির দর্পণের প্রতিনিধি অসীম কুমার বৈষ্ণব, দপ্তর সম্পাদক চিন্ময় দাশ, কার্যকরী সদস্য দৈনিক শাল্লার খবর ডটকমের সম্পাদক বাদল চন্দ্র দাশ, দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি দেলোয়ার হোসেন ও বাংলা নিউজের প্রতিনিধি নিশিকান্ত সরকার।