তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সদরের রায়পাড়া, নয়াহাটি ও ধুতমা গ্রামের শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত শোভাযাত্রাটি উপজেলা সদরের বিশেষ বিশেষ সড়ক প্রদিক্ষন করে রায়পাড়া হরি বাসর মন্দিরে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় তাহিরপুর উপজেলা পুজা উদযাপন পরিষদ আহবায়ক সুভাষ পুরকায়স্থ এর সভাপতিত্বে ও রায়পাড়া কালিমন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক রুপক কুমার দাশ এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রায়পাড়া কালিমন্দির পরিচালনা কমিটির সভাপতি মিন্টু রায়, দ্বীজেন্দ্র রায়,প্রদীপ রায়,বিনয় ভূষন রায়,ডাঃ মনধীর রায়,গোপেশ রায়,গোপাল দাশ,মধুসুধন সরকার,সত্য রায়,সাংবাদিক রাজন চন্দ প্রমুখ।