পংকজ কান্তি দাস, শাল্লা ::
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাল্লা উপজেলা শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৪ মে (বুধবার) সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি বিমান কান্তি রায় ও সাধারণ সম্পাদক বিমল বণিকের স্বাক্ষরিত ২বছর মেয়াদি ৫১সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। ২৭ মে শনিবার উপজেলা কমিটির সাধারণ সম্পাদকের হাতে অনুমোদিত কমিটি হস্তান্তর করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক।
শাল্লা উপজেলার শাখা কমিটির সভাপতি হলেন শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক তরুণ কান্তি দাশ ও সাধারণ সম্পাদক জয়ন্ত সেন। কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি ঘুঙ্গিয়ারগাঁও বাজার কমিটির সভাপতি মহিতোষ দাশ, রঞ্জন কুমার বৈষ্ণব, শিক্ষর প্রদ্যুৎ কান্তি মজুমদার, শিক্ষক সজল চন্দ্র সরকার, প্রভাষক ক্ষিতিশ চন্দ্র দাস, যুগ্ম সম্পাদক বিদূর চন্দ্র দাস, দিরাই পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুমন কুমার দাশ, কোষাধ্যক্ষ ঔষধ ব্যবসায়ী মনোহর রায়, সহ কোষাধ্যক্ষ হিমেল সরকার (ঠিকাদার), সাংগঠনিক সিলকো ফার্মা সিউটিকেলসের সুনামগঞ্জ এরিয়া ম্যানেজার তাপস কুমার তালুকদার, সহ সাংগঠনিক প্রভাষক দিলীপ কুমার দাশ, দপ্তর সম্পাদক ব্যবসায়ী কৃষ্ণপদ সরকার, সহ দপ্তর সম্পাদক পিকলু তালুকদার, প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা সন্তান প্রীতম দাশ, সহ প্রচার সম্পাদক ব্যবসায়ী কাজল চন্দ্র দাশ, গণসংযোগ সম্পাদক মুক্তিযোদ্ধা সংগঠক সন্তান দুরন্ত চন্দ্র দাশ, সহ গণসংযোগ সম্পাদক মৃৎশিল্পী অরবিন্দু পাল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ব্যবসায়ী পংকজ কান্তি দাশ, সহ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মিন্টু চন্দ্র দাশ, সাংস্কৃতিক সম্পাদক সঙ্গীত শিক্ষক ইন্দ্রজিত দাশ, সহ সাংস্কৃতিক সম্পাদক পদাবলী কীর্তনীয়া সুবোধ দাশ বাচ্চু, সমাজকল্যাণ সম্পাদক ঘুঙ্গিয়ারগাঁও বাজার কমিটির সাধারণ সম্পাদক সুবীর সরকার পান্না, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অসীত দাশ, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক সুব্রত চক্রবর্তী, মহিলা বিষয়ক সম্পাদক চম্পা রাণী সরকার, পূজা বিষয়ক সম্পাদক মিন্টু চক্রবর্তী, সদস্য চম্পা তালুকদার, অসীম দাস, সুধাংশু শেখর দাস, নির্মল চন্দ্র রায়, মহিতোষ দাশ, অরবিন্দু দাশ, বিপুল চন্দ্র দাশ, সজল কান্তি রায়, বিশ্বরূপ দাশ, ঝলক চন্দ্র সরকার, সাগর দাশ, শিক্ষক লিংকন রায়, প্রভাষক শিল্পী রাণী বণিক, প্রীতেশ চৌধুরী, করুণা সিন্ধু দাস, অমল কুমার দাস, হিরন্ময় চৌধুরী, নিত্য দাস, লিলু দাস, শর্মী মজুমদার, পাপড়ি সরকার, চিনু রানী দাশ ও শ্যামা রাণী চক্রবর্তী।
উল্লেখ্য, ২০২২ সালের ২৩ ডিসেম্বর শাল্লা উপজেলা পরিষদ গণমিলনায়তনে ওই কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।