স্টাফ রিপোর্টার::
উসবমুখর আয়োজনে সুনামগঞ্জ কালচারাল ফোরামের একদশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে।‘দাঁড়াই, নিজে বাঁচি, বাঁচিয়ে রাখি সংস্কৃতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে দেশখ্যাত শিল্পীরাসহ স্থানীয় উদীয়মান শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট। এর আগে বিকালে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বৃক্ষ রোপন করে এক দশক পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় মিউজিক কম্পোজার, সুরকার ও কন্ঠশিল্পী আকাশ মাহমুদ। এছাড়াও দেশখ্যাত শিল্পী সুনামগঞ্জের সন্তান প্রিন্স রুবেল ও পাগল হাসান সঙ্গীত পরিবেশন করেন।
মাতেন দর্শকরা। তবে কালচারাল ফোরামের সদস্য ও শিশুশিল্পীরা ব্যাতিক্রমী সংগীত পরিবেশন করে দর্শকদের আনন্দ দেন।
অনুষ্ঠানের শুরুতে কালচারাল ফোরামের উপদেষ্টা আ.ত.ম সালেহ ও বাউল মকরম শাহর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে আতম সালেহকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন আতম সালেহর মেয়ে সুমাইয়া শাবনবী।
কালচারাল ফোরামের সভাপতি সুহেল রানা’র সভাপতিত্বে ও থিয়েটার সুনামগঞ্জের দলপ্রধান দেওয়ান গিয়াস চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক প্রয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার, জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি প্রদীপ পাল নিতাই, সাধারণ সম্পাদক শামসুল আবেদীন, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ, কালচারাল ফোরামের উপদেষ্টা অনিসিমাস চৌধুরী।