হাওর ডেস্ক::
জাতীয় সংসদের ২০২৩ সালের বাজেট অধিবেশন শুরু হয়েছে।
বুধবার বিকাল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
চলতি একাদশ জাতীয় সংসদের এটি ২৩তম অধিবেশন।
এ অধিবেশনেই বৃহস্পতিবার বিকাল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন বলে স্পিকার সংসদের বৈঠকে জানান।
বুধবার অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়।
চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- আ স ম ফিরোজ, তানভীর শাকিল জয়, প্রাণ গোপাল দত্ত, রুস্তম আলী ফরাজী ও বেগম আনজুম সুলতানা।
স্পিকার ও ডেপটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা অগ্রবর্তীতার ভিত্তিতে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন।
সভাপতিমণ্ডলী মনোনয়নের পর স্পিকার সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে শোক প্রস্তাবের উপর আলোচনা হয়।
অধিবেশন শুরুর আগে স্পিকারের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, আওয়ামী লীগের জ্যেষ্ঠ সংসদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অংশ নেন।
২৫ জুন অর্থবিল, ২৬ জুন বাজেট পাস
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশনের সময়কাল ও কার্যসূচি ঠিক করা হয়।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানান হয়, ১ জুন বিকাল ৩টায় ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপিত হবে।
৪ জুন থেকে ২৪ জুন পর্যন্ত মোট ৪০ ঘণ্টা বাজেটের উপর সাধারণ আলোচনা হবে। ২৫ জুন অর্থবিল ২০২৩ পাস হবে। ২৬ জুন বাজেট পাস হবে।
বাজেট উপস্থাপনের পর থেকে শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে।
বাজেট পাসের পর কোরবানির ঈদের জন্য অধিবেশন মুলতবি হবে। ২ জুলাই আবার অধিবেশন শুরু হবে। সপ্তাহখানেক চলার পর বিল পাসের বিষয় বিবেচনায় নিয়ে অধিবেশন শেষ হবে।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮৬টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ১৫৫৪টি প্রশ্নসহ মোট ১৬৪০টি প্রশ্ন পাওয়া গেছে, বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিস পাওয়া গেছে ৩২টি।
বেসরকারি সদস্যদের কাছ থেকে কোনো বিলের নোটিস পাওয়া যায়নি।
সংসদ সচিবালয় জানিয়েছে, পূর্বে অনিষ্পন্ন বেসরকারি বিলের সংখ্যা ৮টি। ২২টি সরকারি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ১১টি, পাসের অপেক্ষায় ৪টি ও অধিবেশনে উত্থাপনের অপেক্ষায় ৭টি।