1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন

বৃষ্টিপাত কমলেও ঢল অব্যাহত: নিম্নাঞ্চলে বাড়ছে দুর্ভোগ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭, ৫.৫৪ এএম
  • ৪৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বন্যাপরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো সুরমা নদীর পানি বিপৎসীমার ৬৯ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত কিছুটা কমলেও ভারতের মেঘালয় থেকে নেমে আসা যাদুকাটা, খাসিয়ামারা, চেলা ও চলতি সীমান্ত নদী দিয়ে পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে। ঢলের পানিতে জেলা শহরের অন্তত ২০০ বাড়িঘরসহ নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। গত সোমবার বন্যার পানিতে ডুবে সুনামগঞ্জ সদর ও দোয়ারাবাজার উপজেলায় মারা গেছে দুই শিশু। পাহাড়ি ঢল ও বর্ষণে তলিয়ে গেছে প্রায় ৫ হাজার হেক্টর রোপা আমন ধান। নষ্ট হয়েছে হাজার হেক্টর বীজতলা। ভেসে গেছে অর্ধ শতাধিক পুকুরের মাছ। তাছাড়া গ্রামীণ রাস্তাঘাট, হাটবাজারসহ নি¤œাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগের মুখে পড়েছে ৬ উপজেলার কয়েক লাখ মানুষ। জেলা, উপজেলাসহ গুরুত্বপূর্ণ বাজারের সঙ্গে অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিঘিœত হচ্ছে যোগাযোগ। নি¤œআয়ের ও হতদরিদ্র মানুষের ঘরে পানি প্রবেশ করায় তাদের দুর্ভোগ চরমে পৌছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নদীর পানি কমলেও সেই পানি চাপ সৃষ্টি করছে নি¤œাঞ্চলের লোকালয়ে। ফলে নতুন করে নি¤œাঞ্চল পাøবিত হয়ে দুর্ভোগ ডেকে এনেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানিয়েছেন দুর্যোগ কবলিত মানুষের জন্য সরকার ১০০টন চাল ও ৫লাখ টাকাসহ শুকনো খাবার বরাদ্দ দিয়েছে। পরিস্থিতি এখন উন্নতির দিকে রয়েছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!