শাল্লা প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লায় ৩নং বাহাড়া ইউপির আঙ্গারোয়া গ্রামে প্রস্তাবিত ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ মাঠে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১মে) আঙ্গারোয়া যুব সংঘের আয়োজনে বিকেল সাড়ে ৫টায় আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আঙ্গারোয়া গ্রামস্থ প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন, মুক্তিযোদ্ধা সংগঠক ও সাবেক বাহাড়া ইউপি চেয়ারম্যান রামানন্দ দাশ, আঙ্গারোয়া যুব সংঘের সভাপতি শিক্ষক অনুকূল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাশ, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালীপদ রায়, আঙ্গারোয়া যুব সংঘের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ফুটবল টুর্নামেন্টে প্রতিযোগীতা হবে মোট ১২টি টিমের মধ্যে। উদ্বোধনী দিনে খেলায় অংশ নেয় ঘুঙ্গিয়ারগাঁও বণিক সমিতি একাদশ বনাম গঙ্গানগর একাদশ টিম। খেলায় রেফারির দায়িত্বপালন করেন হিমেল সরকার। এতে ১গোলে বিজয়ী হয় গঙ্গানগর একাদশ। শুরুতেই জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অন্যদিকে বৃহস্পতিবার (১জুন) খেলায় অংশ নিবে শাসখাই একাদশ বনাম খল্লি একাদক, শুক্তবার (২জুন) যাত্রাপুর একাদশ বনাম লৌলুয়ারচর একাদশ, শনিবার (৩জুন) বাহাড়া একাদশ বনাম রূপসা একাদশ, সোমবার (৫জুন) মুক্তারপুর একাদশ বনাম উজানগাঁও একাদশ, মঙ্গলবার (৬জুন) আঙ্গারোয়া একাদশ বনাম গোপালপুর একাদশ। প্রথম পুরস্কার একটি ফ্রিজ ও দ্বিতীয় পুরস্কার রয়েছে একটি রঙিন টেলিভিশন।