শাল্লা প্রতিনিধি :
শাল্লায় হাওর অঞ্চলের দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মা মাছ ও রেণু পোণা নিধনবন্ধে মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। আরও বক্তব্য রাখেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডঃ দিপু রঞ্জন দাস, শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক তরুণ কান্তি দাস, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন প্রমুখ। হাওরাঞ্চলে পোণা মাছ নিধনবন্ধে মতবিনিময় ও উদ্ধুদ্ধকরণ সভায় উপজেলার মৎস্যজীবী সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন হাওরের প্রাকৃতিক সম্পদ দেশীয় প্রজাতির মাছ। এখন মা মাছের ডিম পারার সময়। কিন্তু এই সময়ে মা মাছ ও মাছের পোণা আহরণ করছেন অনেকই। অবৈধ কারেন্ট জাল দিয়েও মাছের রেণু পোণা নির্বিচারে ধ্বংস করা হচ্ছে। মা মাছ ও রেণু পোণা ধ্বংস না করার জন্য সবার সহযোগিতা কামনা করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
পরে ২০২২- ২০২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় প্রদর্শনী ও খামারীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।