শাল্লা প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লায় আটগাঁও ইউপির শশারকান্দা গ্রামের লিটন মিয়া (৪০) নামে এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। বুধবার (২১জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় দাড়াইন নদী সংলগ্ন সুলতানপুর গ্রামের পাশে ছায়ার হাওরের চরের বন এলাকায় মাছ ধরতে গেলে বজ্রপাতে মৃত্যু হয় তার। তিনি শশারকান্দা গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
শাল্লা সদর ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, আমাদের গ্রামের চরের বন হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন লিটন মিয়া। লিটন মিয়ার বাড়ি শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের শশারকান্দা গ্রামে। তিনি গত ১০ বছর পূর্বে আমাদের সুলতানপুর গ্রামে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। জানা যায় সুলতানপুর গ্রামটি ৩নং বাহাড়া ইউপির অন্তর্গত।
এবিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আমি এখন শাল্লা আসার রাস্তায় আছি। তবে লিটন মিয়া বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি আমি শুনেছি।