হাওর ডেস্ক::
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশি বলেছেন, বিগত দশকে যেভাবে বাংলাদেশের অগ্রগতি হয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে এই উন্নয়ন সম্ভব হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ইরান দূতাবাসে ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো কূটনীতিকদের মন্তব্য করা উচিত নয়।
যেসব কূটনীতিক একটি স্বাধীন দেশের নির্বাচন ও রাজনীতি নিয়ে মন্তব্য করছেন তাদের কূটনৈতিক শিষ্টাচারের বিষয়ে আরো সচেতন হওয়া প্রয়োজন। বাংলাদেশের আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমন্ত্রণ পেলে পর্যবেক্ষক পাঠাবে ইরান বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহসভাপতি মিজানুর রহমান মজুমদার, ফোরামের পরিচালকরা যথাক্রমে বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আহম্মদ আবুল কালাম, বিবি আচিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ মনির হোসেন।