স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, ‘সুনামগঞ্জের ইতিবাচক সাংবাদিকতার সুমহান ঐহিত্য রয়েছে। আজ যারা এই পেশায় আছেন তারা সেই ঐতিহ্যের উত্তরাধিকার বহন করছেন। এই ঐতিহ্যকে লালন করে গণমানুষের সুখ-দুঃখের কথা সাংবাদিকদের মাধ্যমে ওঠে আসবে।’
তিনি আরও বলেন, ‘সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সবাইকে আমি প্রাণঢালা অভিনন্দন জানাই। সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে তারা সমাজের নানা অসঙ্গতির ব্যাপারে বলিষ্ট ভুমিকা রাখতে পারেন। প্রেস ক্লাবকে সামনে রেখে সাংবাদিকদের আরও বৃহত্তর ঐক্যের প্রয়োজন। অতীতে আমি যেহেতু এই পেশায় যুক্ত ছিলাম, এ ব্যাপারে আমার সহযোগিতা থাকবে।’
শুক্রবার রাত ৮টায় তাঁর হাছননগরের বাসায় নবগঠিত সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতাদের সাথে সৌজন্য সাক্ষাতের সময় পীর মিসবাহ এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, সহ-সভাপতি আবেদ মাহমুদ চৌধুরী, আল-হেলাল, মাহতাব উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম হেলাল, এমরানুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ সেলিম আহমদ তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক মাহমুদুর রহমান তারেক, কার্যনির্বাহী পরিষদের সদস্য কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুদ আলম চৌধুরী, ঝুনু চৌধুরী, শাহজাহান চৌধুরী, একেএম মহিম, হিমাদ্রী শেখর ভদ্র, আমিনুল ইসলাম, আশিকুর রহমান পীর, সদস্য শাহাবুদ্দিন আহমদ, মাসুক মিয়া, শামসুল কাদির মিছবাহ, রাজন মাহবুব, আব্দুল কাইয়ুম, ফুয়াদ মনি, রুজেল আহমদ প্রমুখ।