মধ্যনগর প্রতিনিধি::
সুনামগঞ্জের মধ্যনগরে রাস্তা পার হবার সময় কালভার্টের এপ্রোচের ভাঙ্গায় পরে স্রোতে ভেসে গেছে ১১ বছরের শিশু নাইম মিয়া। ঈদের দিন দুপুর ১ টায় মধ্যনগর উপজেলার চামরদানি গ্রামের বাংলাবাজার সড়কে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু পার্শবর্তী নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার অতিথপুর গ্রামের রেহান মিয়ার ছেলে। নিখোঁজের পর স্থানীয়রা বেড়জাল দিয়ে শিশুটিকে খোঁজছেন।
নিখোঁজ শিশুর খালু ময়না মিয়া জানান,’ গতকাল নাঈম তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। আজ ঈদের দিন দুপুরে তারা নানার বাড়ি থেকে খালার বাড়িতে বেড়াতে আসছিল। এমন সময় প্রবল স্রোতে নাইম ও তার ১৩ বছরের বোন নাদিয়া ভেসে যায়। নাদিয়ার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও স্রোতের তোড়ে ভেসে যায় নাঈম। প্রায় তিন ঘন্টা ধরে চেষ্টা চালিয়েও আমরা নিখোঁজ নাঈম উদ্ধার করতে পারিনি।
মধ্যনগর থানার ওসি মো: জাহিদুল হক জানান, স্থানীয়রা দেশি জাল নিয়ে হাওরে শিশুটিকে খোজছেন। এখনো উদ্ধারকাজ চলছে।