স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার ধর্মপাশার গোলকপুর হাজী আব্দুল হাফেজ উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রবীণ শিক্ষক আফতাব উদ্দিন আহমেদকে গুনীজন সংবর্ধনা দেওয়া হয়েছে। ১ জুলাই শনিবার অনুষ্ঠানটির আয়োজন করে এ স্কুলের সাবেক শিক্ষার্থীরা।
কলেজ প্রাঙ্গণে সিনিয়র শিক্ষক আফতাব উদ্দিন আহমেদের অবসরজনিত বিদায় উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডা. জোনায়েদ কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষক মুজিবুর রহমান খান পাঠান।
কামরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউসুফ আলী, মুর্শিদ মিয়া প্রধান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথি আফতাব উদ্দিন আহমেদের বর্ণাঢ্য চাকরিজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। শিক্ষা ক্ষেত্রে মফস্বল এলাকায় তার অবদানকে অকুণ্ঠ চিত্তে স্মরণ করেন বক্তারা।
এক নজরে আফতাব উদ্দিন আহমেদ:
আফতাব উদ্দিন আহমেদ, পিতা: মো. চান মিয়া, মাতা : হারেছা বেগম, জন্ম স্থান : গ্রাম : ডিংছাপুরি, পো: ও থানা: জুরিয়া, জেলা: নওগাঁ, আসাম, ভারত। জন্ম তারিখ : ২৯/০৩/১৯৬৩ ইং। প্রাথমিক বিদ্যালয়:- সরিষা কান্দা ইসলাম পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল :- গোলকপুর হাজী আব্দুল হাফেজ উচ্চ বিদ্যালয়, ৬ ষষ্ঠ থেকে ৮ম শ্রেণি। জামাল গঞ্জ উচ্চ বিদ্যালয়, ৯ ম শ্রেণির কয়েক মাস, তারপর ছলিম গঞ্জ উচ্চ বিদ্যালয়, নবী নগর, সাবেক কুমিল্লা ও বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া। সবশেষে এস,এস,সি- গোলকপুর হাজী আব্দুল হাফেজ উচ্চ বিদ্যালয়। কলেজ জীবন :- হাবিবুল্লাহ বাহার কলেজ, শান্তি নগর, ঢাকা। তারপর : ঢাকা বিশ্ববিদ্যালয়, বিষয় -বাংলা।
বাবার অসুস্থতার জন্য সাবসিডিয়ারি পরীক্ষা শেষ করে ফাইনাল দেয়া সম্ভব হয়নি। পরে সিলেট এম,সি কলেজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে বি,এ পাস করে এবং ময়মনসিংহ টি টি কলেজ থেকে বি,এড কোর্স সম্পন্ন করেন।