ছাতক প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলার কৃতী সন্তান, ছাতক উপজেলার বাসিন্দা আল-আমিন রহমান। তিনি উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ছোট বিহাই গ্রামের মরহুম এখলাছুর রহমানের পুত্র এবং সিলেট পাল্প এন্ড পেপার মিলস্ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হুসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আল-আমিন রহমানকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত করার বিষয়টি নিশ্চিত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা আল-আমিন রহমান প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় বে-সরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক হিসেবে দীর্ঘদিন সুনামের সহিত দায়িত্ব পালন করেন। সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মধ্যে উৎফুল্লতা বিরাজ করছে। শুভাকাঙ্খীসহ অনেকেই গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে অভিনন্দন জানাতে দেখা গেছে। এদিকে শিল্প শহর ছাতকের এই মেধাবী ছাত্রনেতা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মনোনীত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা ও ছাতক উপজেলা শাখার উদ্যোগে সোমবার এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ছাতক সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কাস্টমস রোডে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর চৌধুরী।