ছাতক প্রতিনিধিঃ
নতুন কোন করারোপ ছাড়াই ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ছাতক পৌরসভার প্রায় ১০৩ কোটি ৫৮ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) দুপুরে নতুন অর্থ বছরের বাজেট আনুষ্ঠানিক ঘোষনা করেন পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১০৩ কোটি ৫৭ লক্ষ ৮৪ হাজার ২৭২ টাকা। এর মধ্যে রাজস্ব তহবিল থেকে আয় ৯ কোটি ৫৭ লক্ষ ১৭ হাজার ৬০৫ টাকা এবং উন্নয়ন তহবিল থেকে আয় ধরা হয়েছে ৯৪ কোটি ৬৬ হাজার ৬৬৭ টাকা। সম্ভাব্য ব্যয় দেখানো হয়েছে রাজস্ব তহবিল থেকে ৮ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা এবং উন্নয়ন তহবিল থেকে ৯৪ কোটি ৬৬ হাজার ৬৬৭ টাকা। মোট ব্যয় দেখানো হয়েছে ১০২ কোটি ১৯ লক্ষ ১৬ হাজার ৬৬৭ টাকা। সম্ভাব্য সমাপনী স্থিতি দেখানো হয়েছে ১ কোটি ৩৮ লক্ষ ৬৭ হাজার ৬০৫ টাকা। পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভীর পরিচালনায় অনুষ্ঠিত বাজেট সভায় বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, হাজী নাজিমুল হক, রশীদ আহমদ খছরু, হাজী ছালেক মিয়া, শফিকুল ইসলাম, মহিলা কাউন্সিলর রত্না মালাকার প্রমুখ। এসময় ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, নির্বাহী সদস্য রাজ উদ্দিন, সদস্য তমাল পোদ্দার, সাংবাদিক আমির আলী, শংকর দত্ত, পৌরসভার উপসহকারী প্রকৌশলী দিজেন্দ্র কুমার দাস, আব্দুল আজিজ, কর আদায়কারী জামাল উদ্দিন, হিসাব রক্ষক কুলসুমা বেগম, সহকারী কর আদায়কারী শহিদুল হক মোল্লা, রতন দে, উচ্চমান সহকারী শীলা বড়ুয়া, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শরীফ চৌধুরী, সুমন বর্ধন, অজিত কুমার দাস, বিজয় পাল টিবলু, সুব্রত হালদার, আসাদুজ্জামান রতন সহ সাংবাদিক, সুধীজন ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।