স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিকে শহরের কেন্দ্রস্থলে একটি কার্যালয় স্থাপন করে দেওয়া প্রতিশ্রুতি দিয়েছেন পৌর মেয়র আয়ুব বখত জগলুল। শনিবার সন্ধ্যায় ইউনিটির নেতারা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে কার্যালয়ের জন্য জায়গা দেওয়ার অনুরোধ করেন। অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘শুধু জায়গা নয়, সাংবাদিকের কার্যাক্রম পরিচালনার জন্য আমি আফিস করে দেব।’
জগলুল আরও বলেন, ‘আপনারা যে মহৎ পেশায় আছেন সেখানে কোনো সহযোগিতা করতে পারাটাকে আমি সম্মানের মনে করি। আপনারা আমার কর্মকা-ের গঠনমূলক সমালোচনা করবেন। পাশাপাশি আমার ইতিবাচক কর্মকা-গুলোকে প্রচার করে আশা করি আমাকে ভাল কাজ করতে উৎসাহিত করবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা যারা রাজনীতি করি তারা বিভিন্ন সময় মুখে ঐক্যের কথা বলি, কিন্তু বাস্তাবে তা করতে পারি না। কিন্তু আপনারা রিপোর্টার্স ইউনিটি গঠনের মধ্যদিয়ে চরম অনৈক্যর মাঝে বৃহত্তর ঐক্য স্থাপনের নজির সৃষ্টি করেছেন। এই ঐক্যের সুফল সারা সুনামগঞ্জের মানুষ ভোগ করবে বলে আমার বিশ্বাস। এই সংগঠনের মধ্য দিয়ে সাধারণ মানুষ সাংবাদিকদের কাছ থেকে আরও বেশি সেবা পাবে। সাংবাবাদিকদের পেশাদারিত্ব বিকশিত হবে।’
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, সহ-সভাপতি আবেদ মাহমুদ চৌধুরী, কুলেন্দু শেখর দাস, মাহতাব উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম হেলাল, কোষাধ্যক্ষ সেলিম আহমদ তালুকদার, দপ্তর সম্পাদক শামস শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক মাহমুদুর রহমান তারেক, কার্যনির্বাহী পরিষদের সদস্য ঝুনু চৌধুরী, শাহজাহান চৌধুরী, একেএম মহিম, একে কুদরত পাশা, হিমাদ্রী শেখর ভদ্র, আমিনুল ইসলাম, আশিকুর রহমান পীর, সদস্য শাহাবুদ্দিন আহমদ, মাসুক মিয়া, শামসুল কাদির মিছবাহ, রাজন মাহবুব, বিপ্লব রায়, আব্দুল কাইয়ুম, রুজেল আহমদ প্রমুখ।