স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের আকর্ষণীয় পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট ‘স্বপ্ন’ ও ‘জলযাত্রা’র মুখোমুখি সংঘর্ষে ‘স্বপ্ন’ ডুবে গেছে। স্বপ্ন হাউসবোটটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এতে কোনও প্রাণহানীর ঘটনা ঘটেনি। বুধবার দুপুরে টাঙ্গুয়ার হাওরের জয়পুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে নৌকা দুটিতে কোনও পর্যটক ছিলেন না বলে জানান সংশ্লিষ্টরা।
জয়পুর এলাকার পরিবেশকর্মী ও ব্যবসায়ী খসরুল আলম জানান, বুধবার দুপুরে জয়পুর এলাকায় স্বপ্ন ও জলযাত্রা নামের দুটি হাউসবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্বপ্ন হাউসবোটটির তলা ফেটে হাওরে ডুবে যায়। জলযাত্রাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে পর্যটক না থাকায় কোনও হতাহত হয়নি।
হাউসবোটের মাঝি জানে আলম জানান, স্বপ্ন হাউসবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে জলযাত্রা হাউসবোটকে আঘাত করে। স্বপ্ন হাউসবোটের তলা ফেলে হাওরে ডুবে গেছে নৌকাটি। কোন নৌকার মাঝিসহ কেউ হতাহত হননি।
তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, হাউরে দুটি হাউসবোটের সংঘর্ষে একটি ডুবে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আমরা খবর পাওয়ার পরই পুলিশ পাঠিয়েছি।