স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা যুবলীগ। রবিবার দুপুরে জেলা যুবলীগের আহ্বানে বিভিন্ন উপজেলা থেকে নেতৃবৃন্দ এসে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সিনিয়র সদস্য অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, সবুজ কান্তি দাস, নূরুল ইসলাম বজলুল, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জ্বল, জেলা ছাত্র লীগ নেতা দীপঙ্কর কান্তি দে প্রমুখ।
বক্তারা ‘ষড়যন্ত্রমূলক’ মামলা থেকে খায়রুল হুদা চপলকে অব্যাহতি দিয়ে দ্রুত মুক্তি দানের দাবি জানান।