স্টাফ রিপোর্টার::
মহান জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও সুনামগঞ্জ- ৪ আসনের সাংসদ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তাঁর দ্রুত রোগ মুক্তি কামনায় ইসলামগঞ্জ কলেজ গভর্নিং বডির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ আগস্ট, মঙ্গলবার দুপুর ১:০০ ঘটিকায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো. জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রভাষক আসম ফজলুল করিম ,মো. ফজলুল হক, মো. সোহেল মিয়া, সালেহ আহমদ ও কলেজের শিক্ষার্থী, কর্মকর্তা /কর্মচারীগণ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ইসলামগঞ্জ বাজার জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা শওকত আলী।