স্টাফ রিপোর্টার::
বেপারোয়া বাসের চাপায় নিহত হয়েছেন সুনামগঞ্জের বেসরকারি উন্নয়ন সংস্থা ইরা‘র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম (৫৮)। বুধবার সিলেট-সুনামগঞ্জ সড়কের সিলেটের অংশে নামাকাজি মাহতাবপুর মাছের আড়ত এলাকায় দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় তাকে বহনকারী কারটি দুমড়েমুছড়ে যায়। সিরাজুল ইসলামের সড়ক দুর্ঘটনায় আকষ্মিক মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন মহল। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জানা গেছে সুনামগঞ্জ থেকে প্রাইভেট কার নিয়ে সিলেট যাচ্ছিলেন সিরাজুল ইসলাম। সিলেট-সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বেপরোয়া বাস দ্রুত গতিতে যাচ্ছিল। সিরাজুল ইসলামকে বহনকারী কারের কাছে গিয়েই সজোরে ধাক্কা দেয়। দুমড়েমুছড়ে যায় তাকে বহনকারী গাড়িটি। তিনিও গুরুতর আহত হন। মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা এগিয়ে এসে বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। বর্তমানে বাসটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
আজ বৃহষ্পতিবার বাদ যোহর সিলেট হযরত শাহজালালের দরগাহে তার নামাজে জানাযা শেষে দরগার গোরস্তানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা গেছেন। তার বাড়ি দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে। তবে সুনামগঞ্জ শহরের উকিলপাড়ায় নিজ বাসায় সপরিবারে বসবাস করতেন তিনি। হাওরাঞ্চলের মানুষের জীবন জীবিকার উন্নয়নে তার হাতে গড়া সংগঠনটি বিশেষ ভূমিকা রেখে চলছে। তার মৃত্যুতে সুনামগঞ্জের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন মহল শোক জানিয়েছে।
সিরাজুল ইসলামের ছোট ভাই প্রফেসর তারিকুল ইসলাম জানান, বৃহষ্পতিবার বাদ যোহর দরগাহে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক সিদ্ধান্তে দরগাহ গোরস্তানে দাফন করা হবে।