স্টাফ রিপোর্টার:
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্য সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে সুনামগঞ্জ ২৮ বিজিবি। মঙ্গলবার দুপুরে সীমান্তের ডলুরা গ্রামের ২ শতাধিক অসহায় মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে এই গ্রামের মানুষদের দিনব্যাপী স্বাস্থ্যসেবা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ২৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল মো. মাহবুবুর রহমান, মেডিকেল অফিসার মেজর মো. জাহিদুর ইসলাম ভূইয়া, সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক মণ্ডল।