স্টাফ রিপোর্টার::
জিসিইসি পরীক্ষায় ব্রিটিশ বাংলাদেশী কিশোর তানজীম আহমেদ অসাধারণ ফলাফল করেছে। সে সুইন্ডনের উইল্টশায়ারের সেন্ট জোসেফ ক্যাথলিক কলেজ থেকে ৪ বিষয়ে ডাবল এ ষ্টার, ৩ বিষয়ে এ ষ্টার ও ৩ বিষয়ে এ পেয়েছে। তানজীম স্কুলের মধ্যে টপ রেজাল্ট করেছে এবং উইল্টসায়ারের মধ্যে সেরা ২০ রেজাল্ট করেছে।
তানজীমের বাবা আহমেদ হাবিব মারুফ ও মা সাফিয়া খাতুন। তানজীমের দাদা সুনামগন্জ শহরের প্রতিথযশা আইনজীবি এডভোকেট রইছ উদ্দিন আহমেদ ( সাবেক পিপি)।
তানজীমের অসাধারণ ফলাফলে বিবিসি ইউকে তার ইন্টারভিউ করেছে।
তানজীম ভবিষতে কম্পিউটার সায়েন্স নিয়ে অক্সফোর্ড বা ক্যান্ব্রীজ ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা রয়েছে।