শান্তিগঞ্জ প্রতিনিধি::
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আগামী নির্বাচন হবে সাংবিধানিক আইনে। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাদের প্রতিহত করা হবে। বৃহষ্পতিবার দুপুরে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নিজ উপজেলা শান্তিগঞ্জের নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান আরো বলেন, দেশের সংবিধানই বলে দিয়েছে দেশে ৫ বছর পরপর জাতীয় নির্বাচন হবে। নির্বাচন সম্পন্ন করার কাজ প্রধানমন্ত্রীর বিষয় নয়। ৫ বছর পর সরকারের কোন বৈধতা থাকেনা। জাতীয় সংসদে পাশকৃত আইনে দেশের নির্বাচন কমিশন রয়েছে। তারাই স্বাধীনভাবে নির্বাচন করবে।
সাম্প্রতিক বিদ্যুৎ ভোগান্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে আগের চেয়ে বিদ্যুতের ঘাটতি কিছুটা কমেছে। তবে ৩-৪ মাসের মধ্যে দেশের বিদ্যুৎ ঘাটতি পূরণ হয়ে যাবে। তিনি বিশৃঙ্খলা, গুজব ও বিভ্রান্তি সৃষ্টিকারীদের সাবধান থাকতে দেশবাসীকে অনুরোধ জানান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, সহকারি পুলিশ সুপার সুভাশীষ ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ।