শান্তিগঞ্জ প্রতিনিধি::
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আমি অত্যন্ত সাধারণ মানুষ। গ্রামের মানুষ। গ্রামে আছি। গ্রামের কাজ করি। ২৮ অক্টোবর স্বাভাবিক দিনের মতোই যাবে, এ নিয়ে কোন শঙ্কা নেই। আমরা আমাদের কাজ করছি। প্রকৃতির নিয়মে ২৭ অক্টোবরের পর ২৮ অক্টোবর, এরপর ২৯, ৩০ অক্টোবর দিনের পর দিন আসবে, কোনো শক্তির ক্ষমতা নেই দিনকে আটকাবার। মানুষ যেভাবে তাঁদের দৈনন্দিন কাজ করছে; করবে। এটা খুব সাধারণ ব্যাপার, চিন্তার কোনো কারণ নেই। এই যে ভন্ডুল করে দিব, থাকতে দিব না এসব অবৈধ কাজে আমরা নেই।
বৃহস্পতিবার(২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের আওতায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে দ্বিতল কমিউনিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
মন্ত্রী বলেন, কারো কথায় কান দেয়ার কিছু নেই।তাদের কাজ তারা করুক। আমাদের কাজ আমরাই করব। আমাদের কাজ এখন উন্নয়ন করা। জনগণের পাশে থাকা। এই বাংলাদেশকে আমরা আধুনিক করব, উন্নত করব৷ জনগণের সার্বিক উন্নয়ন করব, এটাই আমাদের কাজ৷
সুতরাং কোন দল কি দখল করবে সেদিকে আমাদের মোটেও আগ্রহ নেই৷ তবে সম্পত্তির মালিক আমরা৷ বাংলাদেশ নামক সম্পত্তির মালিক বাংলাদেশের মানুষ। যদি কেউ জানমালের ক্ষতি করতে চায়, ভাঙ্গচুর করতে চায়, বাঁধা দিতে চায়, তাহলে সবাই মিলে আমরা মোকাবেলা করব।
মন্ত্রী আরও বলেন, আওয়ামীলীগ এদেশের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। গত কয়েকবছরে যে উন্নয়ন হয়েছে এরআগে এত উন্নয়ন দেখেনি দেশের মানুষ। পুরো দেশ এখন উন্নয়নের আলোয় আলোকিত। তাই দেশের উন্নয়ন অগ্রগতির স্বার্থে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক জিয়াউল হক, জেলা প্রকৌশলী (এলজিইডি) মাহবুব আলম, জেলা সমবায় কর্মকর্তা বশির আহমদ, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবেল আহমদ ও উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিতসহ প্রমুখ৷
অপরদিকে সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আশ্রয়ণ প্রকল্প-২ বাস্তবায়ন উপলক্ষে অনুষ্ঠিত টাস্কফোর্স কমিটির সভা, মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ এবং কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।