স্টাফ রিপোর্টার::
দিরাই উপজেলায় উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন হয়েছে। সকালে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর বর্ণিল একটি রেলি দিরাই উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে থানা পয়েন্ট হয়ে উপজেলা গণমিলনায়তনে এসে শেষ হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো: মঞ্জুর আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র জনাব বিশ্বজিৎ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আতাউর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার জনাব হিরন্ময় রায়।
সভায় বক্তারা অনগ্রসর জাতিগোষ্ঠী হিসেবে মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে তাদের ব্যাংক ঋণ প্রাপ্তি সহজীকরণসহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধি ও ভরাট হয়ে যাওয়া জলমহালের খনন ও বনায়নের মাধ্যমে উন্নয়নের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।