ছাতক প্রতিনিধি::
বিএনপি-জামায়াত জোটের বিরোধী ষড়যন্ত্র, হরতাল, অবরোধে আগুন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে ছাতক উপজেলা আওয়ামী লীগ ও ছাতক পৌর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে ছাতক পৌর এলাকায় বিশাল বিক্ষোভ মিছিল শেষে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, আগুন-সন্ত্রাসের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বিএনপি-জামাত জোট। এ স্বপ্ন কোনদিন বাস্তবায়ন হবে না। নিয়মতান্ত্রিক পন্থায় সাংবিধানিক উপায়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশকে নিয়ে যারা (বিএনপি) ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে শান্তি সমাবেশ করছি। বিএনপিরা অগ্নিসন্ত্রাস করছে আমরা তা করতে দিব না। তাদের মোকাবেলা করবো। আওয়ামী ও তার সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ হয়ে অশুভ শক্তির বিরুদ্ধে রাজপথে সজাগ থাকবে।
ছাতক পৌর আওয়ামীলীগের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমেদের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন- ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, চেয়ারম্যান গয়াস আহমদ, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, স্বেচ্চাসেবকলীগ নেতা বাবুল রায়, ছাতক উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদ হোসেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিল্লাল আহমদ প্রমুখ।
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক আরও বলেন, তফসিল ঘোষনার পরে যদি কেউ গাড়ি ভাংচুর কিংবা রাস্তাঘাট অবরোধ করে তাহলে তা শক্ত ভাবে প্রতিরোধ করা হবে। যে হাত আগুন দেবে, গাড়ি পোড়াবে, মানুষ পোড়াবে সে হাত গুড়িয়ে দিতে নেতাকর্মী সহ সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন নির্বাচনের আগে মাননীয় নেত্রী সিলেটে আসবেন ঐতিহাসিক নির্বাচনী সভায় বক্তব্য দিবেন সেই সভাকে জনসমুদ্রে পরিণত করে প্রমান করতে হবে ছাতক দোয়ারার মাটি শেখ হাসিনার ঘাঁটি- নৌকার ঘাঁটি।
শান্তিসমাবেশে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা কৃষকলীগের সভাপতি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুন্দর আলী, দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, ছৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার পরিমল দেবনাথ, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাকুর রহমান, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম কিরণ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, যুগ্ম আহবায়ক আংগুর মেম্বার, অজিত মেম্বার, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি মোস্তাকিম রায়হান, ছাতক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, আব্দুল হাই, সাবেক মেম্বার রাজন মিয়া তালুকদার, জমির উদ্দিন, আব্দুল কাদির, আওয়াল মেম্বার, লুৎফুর রহমান, যুবলীগ নেতা রুহুল আমিন, ছাত্রলীগ নেতা রুহেল তালুকদার, নুর মিয়া মেম্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ।