বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে এসে দিনভর নৌকার পক্ষে প্রচারণা চালিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বাধীন ছাত্রলীগের একটি দল। বৃহষ্পতিবার ২১ ডিসেম্বর দুপুর থেকে রাত পর্যন্ত তারা সুনামগঞ্জ-১, সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ আসনে বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে গণসংযোগসহ একাধিক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।
আগামী ৭ জানুয়ারি আতœীয়, পরিজন-পরিবারকে নিয়ে দলমত নির্বিশেষে সবাইকে ভোট উৎসবে শামিল হওয়ার আহ্বান জানিয়ে সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে বিজয়ী করার জন্য ভোট দিতে যাবেন। যারা দেশবাসীর ভোটের অধিকার হরণ করতে চায় তাদেরকে প্রতিরোধের শপথ নিতে হবে। যাদের কাছে ভোটের চেয়ে দেশবাসীর লাশ, সহিংসতা গুরুত্বপূর্ণ, বিদেশিদের প্রেসক্রিপশন ও দাসত্ব গুরুত্বপূর্ণ তাদেরকে পরাজিত করে ৭ জানুয়ারি গণতন্ত্রকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, বিএনপি জামায়াত মনে করে ক্ষমতার মালিক বাংলাদেশের জনগণ না, ক্ষমতার মালিক হচ্ছে বিদেশি শক্তি। তাই দেশবাসীর একটি সুযোগ এসেছে তাদেরকে চপেটাঘাত করে আমাদের সবার আতœমর্যাদা ও গণতন্ত্র রক্ষার স্বার্থে ভোট উৎসবে শামিল হওয়ার।
সাদ্দাম হোসেন দুপুরে সুনামগঞ্জ জেলা শহরে সুনামগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী ড. মোহাম্মদ সাদিকের পক্ষে গণসংযোগ করেন। বিকেলে তিনি তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকায় সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী এডভোকেট রনজিত সরকারের পক্ষে গণসংযোগ করে নির্বাচনী সভায় বক্তব্য দেন। সন্ধ্যায় সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থী ড. মোহাম্মদ সাদিকের পক্ষে বিশ্বম্ভরপুর উপজেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। রাতে যাবার সময় তিনি শান্তিগঞ্জে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের পক্ষে গণসংযোগ করে যান।
গণসংযোগ ও নির্বাচনী জনসভায় সাদ্দাম হোসেন আরো বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা। ভোটার উপস্থিতি বাড়াতে দেশের ৪৩ হাজার ভোট কেন্দ্রের প্রতিটিতে ২০জন করে ছাত্রলীগ নেতাকর্মী কাজ করবেন। সারাদেশে এজন্য ছাত্রলীগের ৮ লাখ নেতাকর্মী প্রস্তুত আছেন। প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচনে বিপুল ভোটারের উপস্থিতি বাড়বে। আমরা ভোটার বাড়াতে কাজ করছি। তিনি আরো বলেন, ৭ জানুয়ারির নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের অংশ। বিএনপি জামায়াতের আন্দোলন দেশবাসী প্রত্যাখান করছে জানিয়ে তিনি বলেন, দেশের সংখ্যাগরিষ্ট মানুষ ভোটের পক্ষে। তারা সাংবিধানিক অনুশাসনের পক্ষে। তবে সাধারণ মানুষের ভোটের অধিকারকে যারা জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে ভ-ুল করতে চায় তাদেরকে আগামীতে সমূলে উৎপাটন করা হবে।
দেশের তরুণ সমাজ ভোটের পক্ষে উল্লেখ করে সাদ্দাম আরো বলেন, তরুণ প্রজন্ম ভোটের পক্ষে। ভোট উৎসবে তারা রাঙিয়ে দিতে চায়। তারা ডিজিটাল বাংলাদেশের সফলতা নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলতে চায়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আল আমিন রাহমান, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান রিপন প্রমুখ।