বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও জাতীয় পার্টির বিরুদ্ধে কালো টাকা ছড়ানোর অভিযোগ এনে নির্বাচন থেকে সড়ে দাড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী দেওয়ান শামসুল আবেদীন। মঙ্গলবার বিকেলে তিনি নিজ বাড়িতে ঘরোয়া পরিবেশে কয়েকজন সাংবাদিক ডেনে এই ঘোষণা দেন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলেও তিনি মন্তব্য করেন।
বাড়িতে কয়েকজন সাংবাদিকদেও ডেকে নিয়ে দেওয়ান শামসুল আবেদিন বলেন, আমি বিএনএম থেকে প্রার্থীতা দেওয়ার পর নির্বাচনী এলাকায় সাড়া পড়েছিল। কিন্তুু আমাকে আটকানোর জন্য দুই প্রার্থী (নৌকা ও লাঙ্গল) চেষ্টা করেন। আমি আপিল বিভাগ থেকে প্রার্থীতা ফিরে পেয়ে প্রচারণায় নামি। কিন্তু প্রচারণায় এসে দেখি দুই প্রার্থী কালো টাকা ছড়াচ্ছেন। তারা নির্বাচনে বিনাভোটে নির্বাচিত হতে ষড়যন্ত্র করছেন। দেওয়ান শামসুল আবেদীন এই আসনের জাতীয় পার্টির প্রার্থী এডভোকোটে পীর ফজলুর রহমান মিসবাহকে বিনাভোটের এমপি আখ্যায়িত করে বলেন, গত জাতীয় নির্বাচনে তিনি বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন। এবার আওয়ামী লীগ প্রার্থী ড. মোহাম্মদ সাদিকও সেই চেষ্টা করছেন। নির্বাচনী ফিল্ড সমান না থাকায় আমি নির্বাচন থেকে সড়ে দাড়ালাম।
উল্লেখ্য দেওয়ান শামসুল আবেদিন মরমী কবি দেওয়ান হাসন রাজার প্রপৌত্র। তিনি এর আগে বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ থেকেও জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছেন। ১৯৮৯ সনে তিনি বিএনপি থেকে সুনামগঞ্জ-২ আসনে এমপি হয়েছিলেন।
খাটে নির্বাচিত।