1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জের দুর্গম হাওর-সীমান্তে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে টহল দিচ্ছে বিজিবি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪, ৮.৩৬ পিএম
  • ৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সীমান্তের অতন্দ্রপ্রহরী হিসেবে খ্যাত বিজিবি বাংলাদেশের সদস্যরা এবার সীমান্তের পাশাপাশি সুনামগঞ্জের হাওরের দুর্গম এলাকায়ও নির্বাচনী দায়িত্ব পালন করছেন। গত শুক্রবার থেকে সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও টহলে নেমেছে বিজিব। সকাল-থেকে রাত পর্যন্ত সুনামগঞ্জের ৪টি নির্বাচনী এলাকায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা দিতে হাওর-সীমান্তের দুর্গম এলাকায় টহল দিচ্ছেন বিজিবির সদস্যরা। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরেজমিন গত শুক্রবার থেকে জেলার ৪টি নির্বাচনী এলাকায় ১৫ প্লাটুন বিজিবি সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। প্রতিটি প্লাটুনে ২০জন করে প্রায় ৩০০ সদস্য রয়েছেন। নির্বাচনকে সামনে রেখে নাশকতা রোধের পাশাপাশি শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই মাঠে নামানো হয়েছে বিজিবিকে। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করাই তাদের কাজ বলে জানান সংশ্লিষ্টরা।
এদিকে বিজিবি টহলে নামার পর নির্বাচনী এলাকার ভোটারদের মধ্যে স্বস্তি নেমেছে। ভোটগ্রহণ নির্বিগ্ন ও শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জের ভোটাররা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!