মধ্যনগর প্রতিনিধি::
সুনামগঞ্জের মধ্যনগরে ২০০ বস্তা ভারতীয় আমদানি নিষিদ্ধ চিনিসহ দশ চোরাকারবারিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
শনিবার(১৩ জানুয়ারী) ভোররাতে মধ্যনগর থানার একটি চৌকশ পুলিশ টিম উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা থেকে অভিযান চালিয়ে এ বিশাল চালান আটক করে। এসময় চোরাচালানের সাথে সম্পৃক্ত ১০ জন চোরাকারবারিকে আটক করে থানা পুলিশ।
আটককৃত চোরাকারবারিরা হলেন- বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আমানীপুর গ্রামের মৃত মোঃ চন্দু মিয়ার ছেলে মো. জমির হোসেন(২৪), মোঃ রাশিদ মিয়ার ছেলে আতাবুর রহমান (১৯), দক্ষিণউড়া গ্রামের মনোরঞ্জন তালুকদারের ছেলে পরিতোষ তালুকদার (১৯), দাতিয়াপাড়া গ্রামের ওমর আলীর ছেলে মোঃ রুবেল মিয়া(২৪), মোঃ সাজু মিয়ার ছেলে জিয়ারউর রহমান (২৪), বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের মোঃ আব্দুল আলীর ছেলে আনোয়ার হোসেন (২৪), মৃত আব্দুল ছত্তারের ছেলে স্বাধীন মিয়া (২৩), কালাগড় গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (২৪), মৃত রশিদ আলীর ছেলে রতন মিয়া (৩০), পার্শবতী তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে হিরা মিয়া (২৮)। জব্দকৃত ২০০ বস্তা চিনির বাজারম‚ল্য ৯,০০,০০০/-(নয়লক্ষ) টাকা।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’