দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে প্রটেকশন ওয়াল পরিদর্শন করেন স্টাকচারাল ইঞ্জিনিয়ার, বুয়েট (সাবেক) প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির।
গতকাল রোববার বিকেলে উপজেলার তাড়ল ইউনিয়নের কলিদ্রুম গ্রামের বিগত ২৩ সালের ডি কে এইচ জার্মানের অর্থায়নে এবং সিসিডিবি এর সহযোগীতায় এ এসডি স্টেপ এন্ড বিল্ড ইন প্রকল্পের মাধ্যমে ৬০ লাখ টাকার গাইড ওয়ালটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অত্র এলাকাবাসীর সাথে কথা বলে এবং এ কাজের প্রশংসা করে, জনস্বার্থে এসব কাজ চলমান থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, এডিশনাল চীফ ইঞ্জিনিয়ার,
রোডর্স এন্ড হাইওয়ে।
(সাবেক) রিয়াজ আহমেদ জাবেদ, ঢাকা হেড অব ক্লাইমেট চেইঞ্জ প্রোগ্রাম, সিসিডিবি, মোঃ ফয়েজ উল্লাহ তালুকদার,ফোকাল পার্সন এএসডি সত্য ব্রত দাস, প্রকল্প ব্যবস্থাপক, এএসডি, দিরাই মোহাম্মদ দেলোয়ার হোসেন, তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ আলী আহমেদ, টেকনিক্যাল ম্যানেজার, সিসিডিবি মোঃ রাহাতুল আশিকিন, ফিল্ড সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ মদরিছ মিয়া চৌধুরী, টেকনিক্যাল অফিসার ইঞ্জিনিয়ারিং, এএসডি
মোঃ নজরুল ইসলাম, এফও, অজিত কুমার দাস, এফও, তাড়ল ইউনিয়ন সন্তোষ চৌধুরী প্রমুখ।