স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ কালচারাল ফোরাম উদ্যোগে এবারো বরাবরের মতো মহান একুশে উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন, গান, কবিতাপাঠের আসরের আয়োজন সম্পন্ন করেছে। এ নিয়ে সংগঠনটি টানা ১০ বার এমন ব্যাতিক্রমী আয়োজন করে। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জ্বলন ও একুশের প্রজ্জ্বলন করে উৎসবের সূচনা করে। পরে আলোচনা, গান ও কবিতা পরিবেশন করেন সুনামগঞ্জের শিল্পীরা।
কালচারাল ফোরামের সভাপতি সঙ্গীতশিল্পী সোহেল রানার সভাপতিত্বে ও দেওয়ান গিয়াস চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, পৌরসভার মেয়র নাদের বখত, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেনরায়, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল আবেদিন, সাংবাদিক লতিফুর রহমান রাজু, সাংবাদিক শামস শামীম, পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী মনি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, মহান একুশে হচ্ছে আমাদের অম্লান চেতনার নাম। একুশের পথ ধরেই আমরা মহান স্বাধীনতা পেয়েছি। বক্তারা সর্বস্তরে বাংলাভাষা প্রচলনসহ এই দেশের সব ভাষাভাষী জনগোষ্ঠীর ভাষার মর্যাদা রক্ষার আহ্বান জানান। পাশাপাশি একুশের চেতনা নিয়ে দেশ গঠনে তরুণ প্রজন্মকে মানবিক হওয়ার আহ্বান জানান।