স্টাফ রিপোর্টার::
অমর একুশে উপলক্ষে সুনামগঞ্জের সাংস্কৃতিক সংগঠন সুরালোক সঙ্গীত বিদ্যালয় ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে একুশের কবিতা ও গান বিষয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২১ ফেব্রুয়ারি বুধবার সকালে সুনামগঞ্জ পৌরসভা চত্বরে এই সাংস্কৃতিক অনুষ্ঠামালার আয়োজন করে সংগঠনটি। এতে সংগঠনের শিল্পীসহ শহরের বিভিন্ন সংগঠনের শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা কবিতা, সঙ্গীত ও নাচ পরিবেশন করেন। অনুষ্টানে শহরের বিভিন্ন শ্রেণিপেশার সুধীজন উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি সন্তোষ কুমার চন্দের সভাপতিত্বে ও জয়শ্রী রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পৌর মেয়ার নাদের বখত।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির অমর গানের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। সঙ্গীত পরিবেশন করেন ¯িœগ্ধা সরকার রিমি, অহনা পাল, মোহনা তালুকদার, অনন্য পাল, স্বস্তিকা দাস স্নেহা, মৌনতা রায়, রিমঝিম তালুকদার প্রমি, সৃজা তালুকদার বাপ্পী, অথৈ হালদার। নৃত্য পরিবেশন করেন অহরা রায় তালুকদার, রাজ¯্রী পাল সৃষ্টি। কবিতা আবৃত্তি করেন জয়িতা তালুকদার, জুবিন তালুকদার প্রমুখ।