স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পল্লীতে জলাশয়ে হাস চরাতে বাধা দেওয়ায় খুন হয়েছেন এক কৃষক। শনিবার দুপুরে উপজেলার পলাশ ইউনিয়নের পেরিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রঞ্জিত কুমার দাস (২৭) পেরিনগর গ্রামের জয় কুমার দাশের ছেলে। এ ঘটনায় পুলিশ হত্যাকা-ে জড়িত ৫ জনকে আটক করেছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিশ্বম্ভরপুর থানার ওসি শ্যামল বণিক জানান, খরচার হাওরের পাশে নিহতের একটি জলাশয় আছে। হাওরের জমিতে বোরো চাষ হওয়ায় এখন হাস চরানো যায়না। একই গ্রামের অজিত দাস তার হাস ওই জলাশয়ে চরাতে গেলে তাতে বাধা দেন রঞ্জিত। এতে ক্ষুব্দ হয়ে অজিত দাস ধারালো ছুরি দিয়ে রঞ্জিতের বুকে ও পেটে আঘাত করে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনার খবর পেয়েই পুলিশ অজিত দাসসহ ৫জনকে আটক করেছে।
ওসি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়াও এ ঘটনায় নিহতের স্বজনেরা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।